April 20, 2025 | Sunday | 2:02 PM

গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে দুই দিনের ট্রিপ পাহাড় ঘেরা স্যামসিং এ

0

TODAYS বাংলা: এই গরমের দাবদাহে হাঁসফাঁস করছে প্রাণ। গরমের হাত থেকে বাঁচতে চলে যাওয়া যেতে পারে ডুয়ার্সের স্যামসিং গ্রামে। বাংলা ভুটান সীমান্তে পাহাড়ের কোলে রয়েছ এই ছোট্ট গ্রামটি। এখানে কমলালেবুর ফলন খুব ভালো হয়।

তাই এই গ্রামে গেলে সবুজের পাশাপাশি কমলা রঙ দেখা যাবে। রংবেরঙের পাখি রয়েছে এখানে, পাখি দেখতে দেখতে সারাদিন কেটে যাবে। প্রাকৃতিক পরিবেশ এতটাই চমকপ্রদক একবার গেলে আর ফিরে আসতে মন চায় না।

শিলিগুড়ি থেকে স্যামসিং এর দূরত্ব 81 কিলোমিটার। শিলিগুড়ি থেকে যাওয়ার জন্য বাস রয়েছে , তবে খুব কম। সেই কারণে নিজস্ব গাড়ি থাকলে অথবা গাড়ি রিজার্ভ করে গেলে বেশি ভালো।

এই গ্রামের কিছুটা দূরে রয়েছে রকি আইল্যান্ড। পর্যটকদের কাছে রকি আইল্যান্ড খুব জনপ্রিয়। রকি আইল্যান্ড এর বিশাল বিশাল পাথর গুলো সত্যি মন কেড়ে নেয়। কিছুটা দূরে রয়েছে নেওড়াভ্যালি যেখানে বিভিন্ন রকমের পশু পাখি দেখা যায়।

শিয়ালদা থেকে ট্রেনে করে আসা যায় পাহাড় ঘেরা এই ছোট্ট গ্রামটিতে। শিয়ালদা থেকে ট্রেন রয়েছে নিউ মাল জংশন পর্যন্ত। সেখান থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই পাহাড় ঘেরা এই ছোট্ট গ্রামে আসা যায়। পর্যটকদের থাকবার জন্য সরকারি বাংলো রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *