সুখানী বস্তি প্রাইমারি স্কুলে ভাঙ্গচুর চালালো একটি বুনো দাতাল হাতি
TODAYS বাংলা: বৃহস্পতিবার গভীর রাতে মিডডে মিলের লোভে নাগরাকাটার সুখানী বস্তি প্রাইমারি স্কুলে ভাঙ্গচুর চালালো একটি বুনো দাতাল হাতি। এই ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও বনদপ্তর সুত্রে জানা গিয়েছে পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে গভীর রাত আড়াইটা নাগাদ একটি বুনো দাতাল হাতি সুখানী বস্তিতে ঢুকে পড়ে। ঢুকেই সুখানী বস্তি প্রাইমারি স্কুলের পিছনের জানালা ভেঙ্গে দেয়। সেই রুমেই রাখা ছিল মিডডে মিলের সামগ্রী।

হাতিটি প্রায় দুই বস্তা চাল খেয়ে নেয়। ঘরের মধ্যে থাকা বেঞ্চ ভেঙ্গে দেয়। স্কুলের বই খাতা এমনকি বাসনপত্র গুলোও লণ্ডভণ্ড করে দেয়। এভাবেই তান্ডব চালিয়ে শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ ফের জঙ্গলে চলে যায় দাতালটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই দাতালটি এর আগেও আরো দুইবার এই স্কুলে চালিয়েছিল। এমনকি প্রায় প্রতিদিন রাতে এই দাতালটি এলাকায় তান্ডব চালায়। কিন্তু হাতি তাড়াতে বনদপ্তরের দেখা পাওয়া যায় না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন।