টোটো চালকের সততায় ব্যাগ ও দামি মোবাইল ফোন ফিরে পেলেন এক মহিলা
TODAYS বাংলা: শনিবার এনজেপি থানার ওসি সমির তামাং সেই হারিয়ে যাওয়া সামগ্রী তুলে দিলেন সেই মহিলার হাতে । পুলিশ ও টোটো চালকের ভূমিকায় প্রসংসায় পঞ্চমুখ ব্যাগের প্রকৃত মালিক সমজানা সুব্বা।

শুক্রবার প্রতিদিনের মত নিজের টোটো নিয়ে রোজগারে বের হন ধীরেন মিস্ত্রি । তার বাড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুর নগর এলাকায় ।

সে জানায় , রাত্রি ৮ নাগাদ চারজন মহিলা তার গাড়িতে উঠেছিল এবং তারা শিলিগুড়ির কোর্টমোড়ে নেমে যায় । তার পরেই তিনি খালি গাড়ি নিয়ে মহাবীরস্থান এর দিকে আসার সময় আরেক পেসেঞ্জার গাড়িতে ওঠান ।

সেই সময় গাড়ির পিছনের সিটে একটি ব্যাগ দেখতে পায় । তখন থেকেই টোটো চালক এই ব্যাগ নিয়ে চিন্তায় পড়ে যান কিভাবে এই ব্যাগ ফেরত দেবেন।
অবশেষে কিছু মানুষের সহযোগিতা নিয়ে সেই ব্যাগটি নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসেন। যাতে ব্যাগের প্রকৃত মালিক সে যেন তার জিনিস ফিরে পায় ।

এনজেপি থানার পুলিশ ব্যাগটিকে খোলেন । তার মধ্যে একটি আইফন , কিছু কাপড় ও প্রয়োজনীয় অন্যন্য সামগ্রী পায় । পুলিশ মোবাইলের সূত্র ধরে প্রকৃত মালিকের খোঁজ শুরু করে। শনিবার পুলিশ প্রকৃত মালিকের সন্ধান পেয়ে যোগাযোগ শুরু করেন ।

শনিবার সকালে থানায় হারিয়ে যাওয়া সামগ্রী নিতে হাজির হন সমজানা সুব্বা । সামগ্রী খোদ তুলে দেন এনজেপি থানার ওসি সমির তামাং তার সামগ্রী তাকে তুলে দেন । পুলিশ ও টোটো চালকের ভূমিকায় আপ্লুত সেই মহিলা ।