দিনেদুপুরে রিক্সা থেকে মহিলার ব্যাগ চুরি
TODAYS বাংলা: “আবারও দুঃসাহসিক ঘটনার সাক্ষী শহর শিলিগুড়ি। দিনেদুপুরে ই-রিক্সা থেকে এক মহিলার ব্যাগ চুরি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির সেবক মোড় এলাকায়।

জানা গিয়েছে, শিলিগুড়ির জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে এক মহিলা বিধান মার্কেটের দিকে আসছিল। একটি ই-রিক্সায় করে আসছিলেন তিনি। গন্তব্যস্থলে পৌছনোর জন্য সেবক মোড়ে এসে পৌঁছতেই ঘটে বিপত্তি।

তিনি যখন ই-রিক্সা চালকের ভাড়া দিতে যান, তখন দেখেন তার কাছে যে টাকা ভর্তি ব্যাগটি ছিল সেটি নেই। এরপরই ওই মহিলা চেঁচামেচি শুরু করেন। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ই-রিক্সাতে থাকা অন্যান্য যাত্রীদের তল্লাশি চালাতে শুরু করেন।

তল্লাশি চালাতেই ই-রিক্সাতে থাকা অপর এক মহিলার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগটি। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
