April 19, 2025 | Saturday | 11:12 PM

আদিবাসীদের উৎসাহ দিতে জয়- জোহার মেলা

0

TODAYS বাংলাঃ আদিবাসী সৃষ্টি ,সাহিত্য সংস্কৃতি ও পরম্পরাকে উৎসাহিত করতে এবং সরকারের জনকল্যানমূলক প্রকল্পগুলিতে আদিবাসীদের অংশগ্রহন সুনিশ্চিত করতেই পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলা – ২০২২।অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের একশো দুটি ব্লকে মেলা শুরু হয়েছে। পুরুলিয়া জেলার নিতুরিযা পঞ্চায়েত সমিতির পরিচালনায় কচবেল কম্যুউনিটি হল সংলগ্ন মাঠে শুরু হলো জয় জোহার মেলা। চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত । গত কয়েক বছর সরকারের উদ্যোগে আয়োজিত হতো আদিবাসী মেলা। এবার নাম পাল্টে হয়েছে জয় জোহার। বিরোধীরা ধারাবাহিকভাবে মেলা খেলা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে আসছে।

তাদের বক্তব্য ক্রমান্বয়ে রাজ্যবাসীর ঘাড়ে ঋণের বোঝা বাড়ছে ,তারপরেও সাধারণ মানুষের করের টাকায় মেলা খেলা কেন ? বিরোধীরা যাই বলুক এই মেলা খেলা করেই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সরকার। এর মধ্যেই আদিবাসী সামাজিক সংগঠনের নেতা তথা সমাজকর্মী রাজেন টুডু জানান জয় জোহার রাজ্য সরকারের একটি প্রকল্প , যার মাধ্যমে আদিবাসীরা বার্ধক্য ভাতা পেয়ে থাকে ,তাহলে মেলার নাম জয় জোহার কেন? আদিবাসীদের নাম কতবার পরিবর্তন হবে?কখনো তপশিলীউপজাতি,বনচারী,
আবার কখনো জনজাতি । এছাড়া মেলার নাম জয় জোহারের অর্থ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অজয় সামন্ত ( বিডিও নিতুরিযা) , সরস্বতী টুডু সোরেন (সভাপতি নিতুরিযা পঞ্চায়েত সমিতি) শান্তিভূষন প্রসাদ ( সহ-সভাপতি নিতুরিযাসমিতি)। মেলায় তপশিলী উপজাতি শংসাপত্র, গাছের চারা,তৈলবীজ আদিবাসী উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *