জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জনের সময় বন্যায় ৭ জনের মৃত্যু, ৪০ জন ভেসে
TODAYS বাংলা: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে মাল নদীতে আকস্মিক বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন করতে সেখানে ভিড় জমান স্থানীয় লোকজন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট মৌমিতা গোদারা বসু মৃতের সংখ্যা সাতজন নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত নয়টার দিকে মাল নদীর তীরে অনেক মানুষ জড়ো হলেও আকস্মিক বন্যায় বহু মানুষ ভেসে গেছে। প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে প্রতিমা বিসর্জন বন্ধ করে দেয়। বুধবার গভীর সন্ধ্যা নাগাদ সাতটা। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় ভেসে যাওয়া প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।”

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার, দেবর্ষি দত্ত বলেছেন যে প্রাথমিকভাবে মাত্র দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হওয়ার সাথে সাথে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। “উদ্ধার অভিযান জেলা পুলিশ, রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল দ্বারা পরিচালিত হচ্ছে,” দত্ত বলেন। তবে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার সময় হওয়ায় উদ্ধারকাজে অসুবিধার সম্মুখীন হচ্ছে উদ্ধারকারী দল।