ট্রাক্টর উল্টে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোর ছাত্রের
TODAYS বাংলা: ট্রাক্টর উল্টে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোর ছাত্রের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার তোফি এলাকায়। মৃত কিশোরের নাম আহাত আলী। বারো বছর বয়স তার। শোকস্তব্ধ মৃত ছাত্রের পরিবার।
অল্পবয়সী ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে গোবরবোঝাই একটি ট্রাক্টর স্থানীয় একটি জমিতে যাচ্ছিল। যাবার পথে তোফি এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরটি উল্টে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় নাবালক ছাত্র আহাত আলী সহ পাঁচ জন। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিত্সা চলছে হাসপাতালে।