April 20, 2025 | Sunday | 3:57 AM

পরিবেশ আদালতের নির্দেশে বেসরকারি বাস ব্যবসায়ীদের পথে বসার জোগাড়

0

TODAYS বাংলা: পরিবেশ আদালতের নির্দেশে বেসরকারি বাস ব্যবসায়ীদের পথে বসার জোগাড়। আগামী ছয় মাসের মধ্যে ১৫ বছরের বেশি বয়সি বাস তুলে নিতে হবে বলে গ্রিন ট্রাউবিউনাল নির্দেশ দিয়েছে। শেষপর্যন্ত যদি এমনটাই হয় তবে শহর শিলিগুড়িতে তো বটেই, এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী বেসরকারি বাসগুলিকে আর পথে দেখা যাবে না।

নর্থবেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রণব মানি বললেন, ছয় মাসের মধ্যে ১৫ বছরের বেশি বয়সি বাস তুলে নেওয়া হলে ২০০-এর মধ্যে ১৫০টি বাস বসে যাবে। এক বছর সময়সীমা ধরলে সংখ্যাটি বেড়ে প্রায় ১৬০ হবে। শেষপর্যন্ত কী হবে সে বিষয়ে প্রশাসনও নিশ্চিত নয়।

শিলিগুড়ির অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক সুপর্ণ দে বললেন, নির্দেশ সবেমাত্র হয়েছে। তা এখনও আমাদের কাছে সরকারিভাবে আসেনি। তাই আমরাও এবিষয়ে আগাম কোনও পরিকল্পনা নিইনি। তবে এই বিষয়ে আমরা জোর আলোচনা করছি।কারন চট্ করে মানুষকে অসুবিধায় ফেলায় যাবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *