এবার পুজোয় কেমন কাটাবেন অভিনেতা শানু?
TODAYS বাংলা, শ্রেয়া দাস: ২০০৬ থেকে শুরু মডেলিং তারপর ২০০৮ এ প্রথম ছবির কাজ শুরু। ভালোবাসা ভালোবাসা, রোমিও, খোকাবাবু, জানেমন ছবিতে কাজ করেছেন শানু সামন্ত। আর শেষ কাজ হলো ক্লিক প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত এনক্রিপ্টেড। সাথে তাল মিলিয়ে চলছে তার মডেলিং। কিন্তু এত সবের মাঝে ব্যস্ত জীবন কিরম ভাবে পুজো কাটাবেন শানু? তার সাথে সরাসরি কথা বলে যা বললেন

১) পুজোয় কি প্ল্যান ?
উঃ পুজোর প্ল্যান বলতে সেরম কোনো নেই। ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাওয়া হয়না। বন্ধু বান্ধবদের ডেকে এক জায়গায় আড্ডা খাওয়া দাওয়া হয়।
২) অনলাইন শপিং নাকি কলকাতার মার্কেটে ঘুরে শপিং ?
উঃ সারা বছরই কেনা কাটা লেগেই থাকে। তাই স্পেশ্যাল বলে কিছুই হয়না। যদিও বা থাকে তাহলে সেটা বাড়ির লোকের জন্য মার্কেট ঘুরেই কেনা হয়।

৩) অষ্টমীতে শাড়ি?
উঃ পাঞ্জাবি তো পড়তেই হয়।
৪) পুজোর ৪ টে দিন কিরম কাটাবেন?
উঃ বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দাওয়া এতেই পুজো চলবে ।

৫) পুজোয় কলকাতায় নাকি ঘুরতে যেতে ভালো লাগে ?
উঃ বাঙালি তাই অবশ্যই কলকাতা