বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
TODAYS বাংলা: নববর্ষের আগে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বুধবার সম্মানিত করা হল ৭ জন বাঙ্গালী ব্যক্তিত্বকে।
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই ৭ জন ব্যক্তির নামে ডাকটিকিট প্রকাশ করা হয়।


ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে নাম ছিল ‘সপ্তপর্ণী’।

এই সাতজনের মধ্যে সম্মানিত হলেন ইন্দ্রানী হালদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত তারকারা তাদের হাতে উদ্বোধন করেন তাদের নামাঙ্কিত ডাকটিকিট।

ইন্দ্রানী হালদারের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে সম্মানিত হন পিসি সরকার, শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সম্বরন বন্দ্যোপাধ্যায়, তনময় বসু এবং সত্যম রায়চৌধুরী।
