শিলিগুড়ি ট্রাফিকের পক্ষ থেকে অতিরিক্ত সিগনাল তুলে নেওয়া হল
TODAYS বাংলা: শিলিগুড়ির মানুষের আবেদনের কারনে শিলিগুড়ি ট্রাফিকের পক্ষ থেকে শিলিগুড়িতে অতিরিক্ত সিগনাল তুলে নেওয়া হল।মানুষের সুবিধা এবং যাতে কম দুর্ঘটনা হয় সে কারনেই শিলিগুড়ির বিভিন্ন এলাকা,হিলকার্ড রোড,বর্ধমান রোড,সেবক রোড,বিধান মার্কেট এবং ষ্টেশন ফিডার রোড এই 5টি জায়গায় লাগানো হয়, কিন্তুু সাধারন মানুষ জানান এর ফলে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে অতিরিক্ত সময় লাগছে এবং প্রচুর জায়গাতে দাড়িয়ে থাকতে হচ্ছে।

এতে তো সাধারন মানুষের সুবিধা হচ্ছেই না উলটে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারন মানুষকে।তাই শিলিগুড়ির মানুষের পক্ষ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে অতিরিক্ত ট্রাফিক সিগনাল খুলে ফেলা হয়,এতে কোন লাভ তো হ
চ্ছেই না,উলটে সময় নষ্ট হচ্ছে।তাই গতকাল শিলিগুড়ির ট্রাফিক পুলিশ উদ্যোগ নিয়ে অতিরিক্ত সিগন্যাল খুলে ফেলা হল।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগে যতগুলো সিগন্যাল ছিল সেটুকুই থাকবে,নতুন করে আর সিগন্যাল লাগানো হবে না।সাধারন মানুষের অসুবিধার কথা ভেবেই এই উদ্যোগ নিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।