কান্দিতে নির্বাচনী প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী
TODAYS বাংলা: মুর্শিদাবাদ জেলার কান্দিতে রবিবার কান্দি পৌরসভা নির্বাচনের আগে নির্যাচনী প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সোমবার কান্দিতে নির্বাচনী প্রচারে এসে একাধিক কর্মসূচি সারলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর বাবু কান্দি বাসস্ট্যান্ড থেকে কান্দি থানার মোড়ের কান্দি মহকুমা কংগ্রেস কার্যালয় প্রযন্ত পদযাত্রা করে এসে কান্দি মহকুমা কংগ্রেস কার্যালয়ের সামনের কান্দি থানার মাঠে কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা সারলেন এবং পরে কান্দি মহকুমা কংগ্রেস কার্যালয়ে এক একে সমস্ত কংগ্রেস পর্থীদের নিয়ে তাদের অভাব অভিযোগ সোনার পর কান্দি মহকুমা কংগ্রেস কার্যালয় থেকে ফের পদযাত্রা করে কান্দি আলুপট্টি এলাকায় প্রয়াত কান্দি রাজ কলেজের অধ্যক্ষ বিদিত বাবুর বাড়ি গিয়ে সমবেদনা প্রকাশ করেন এবং সব শেষে কান্দিতে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার আর্জি রাখলেন।
মুর্শিদাবাদরক্তিম সিদ্ধান্ত (১৪.০২.২০২২সোমবার)