সিভিক ভলান্টিয়ার এর বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
TODAYS বাংলা: পুলিশের ঘরেই চুরি । সিভিক ভলান্টিয়ার এর বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি । বৃহস্পতিবার দিনের বেলায় এই চুরির ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষীজোত এলাকায় ।


এ প্রসঙ্গে সিভিক ভলান্টিয়ার তথা বাড়ির গৃহিণী গীত ঝাঁ জানান , গতকাল বাড়ি ফাঁকা রেখে সিএম ডিউটিতে গিয়েছিলেন । তার স্বামী অনিল কুমার ঝাঁ নিজের কাজে চলে যায় ।

বিকেল চারটে নাগাদ বাড়ি ফিরে দেখে বাড়ির মূল দরজার তালা ভাঙ্গা । ভিতরে গিয়ে দেখতে পান ঘরের দরজার তালা ও ভাঙ্গা পড়ে রয়েছে । ঘরের ভিতরে প্রবেশ করতেই চক্ষুচড়কগাছ তার ।

ঘরের সমস্ত জিনিস এলোমেলোভাবে পড়ে রয়েছে । আলমারি ভাঙ্গা । এই দম্পতি জানায় বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে এই চুরির ঘটনা ঘটে । প্রায় দশ হাজার টাকা নগদ সহ কিছু স্বর্ণ অলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যায় ।

ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । দিনের বেলায় এই চুরিতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।সাধারন মানুষের কথাই খোদ পুলিশের ঘরেই যেখানে কোন নিরাপত্তা নেই সেখানে আমাদের ঘরের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?