April 20, 2025 | Sunday | 1:59 PM

১১ বছর পর শর্মিলা ঠাকুরের ফিরে আসা অভিনয় জগতে

0

Todays Bangla; পূর্বা রায়: সত্যজিৎ-র দেবী দীর্ঘ ১১ বছর বিরতির পর পা রাখলেন অভিনয় জগতে। পরিচালক রাহুল চিত্তেলার “গুলমোহর” নামক হিন্দি ছবিতে উনিশ দশকের কিংদন্তী নায়িকা শর্মিলা ঠাকুরকে সিনে প্রেমীরা এবার দেখতে পাবেন ও টি টি প্লাটফর্মে।


ছবির যাবতীয় শুটিং শেষ, অপেক্ষা মাত্র শুভ মুক্তির যা হতে চলেছে চলতি বছরের আগস্ট মাসে।
চলচ্চিত্রের বিষয়বস্তু বলছে, বাত্রা পরিবার তাদের ৩৪ বছরের পৈতৃক বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে।

ঠিক তখনই পরিবারের সদস্যরা সম্পর্কের নতুন দিক খুঁজে পাবে, উন্মোচন হবে বংশ পরম্পরার নতুন তথ্য।
বর্ষিয়ান অভিনেত্রীকে এখানে দেখা যাবে বাত্রা পরিবারের কর্ত্রী হিসেবে।

তিনি বললেন “ দীর্ঘ বিরতির পর অভিনয় জগতে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। ছবিটির চিত্রনাট্য শোনামাত্রই আমি রাজি হয়ে গিয়েছি। খুব সুন্দর ভাবে সাজানো একটি পারিবারিক দৃশ্যকাব্য, আশা করছি পরিবারের সকলে মিলে ছবিটি উপভোগ করবেন”।


দর্শকদের জন্য আরো উপরি পাওনা এই ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মনোজ বাজপেয়ী এবং অমল পালেকার কেও স্ক্রিন ভাগ করে নিতে দেখা যাবে অপুর সংসারের অপর্ণা তথা শর্মিলা ঠাকুরের সঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *