দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর আবার শুরু হচ্ছে অমরনাথ যাত্রা
TODAYS বাংলা: করোনার জন্য দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পবিত্র অমরনাথ যাত্রা। আজ এতদিন পর সেই অপেক্ষার অবসান ঘটল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে বর্তমানে।


তাই এই বছর ৩০ জুন থকেই পুনরায় শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। জম্বু-কাশ্মীর রাজভবনের তরফ থেকে এমনই বিবৃতিতে জানানো হয়েছে।

জম্মু-কাশ্মীর রাজভবন থেকে জানানো হয়েছে আগামী ৩০ জুন থেকে আবার শুরু হবে অমরনাথ যাত্রা এবং এটি চলবে ৩০ জুন থেকে ৪৩ দিন।
যাত্রাপথ বন্ধ করা হবে রাখি পূর্ণিমার দিন।

২০১৯ সালে ৩৭০ ধরার পতনের জন্য মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা।
এরপরে করোনাভাইরাস এর জন্য আবারো বন্ধ হয়ে যায় অমরনাথ যাত্রা।

এখন দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর আবার চালু হতে চলেছে অমরনাথ যাত্রা।