April 21, 2025 | Monday | 2:33 AM

প্রায় এক বছর বাদে বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হল দুই দিক দিয়ে যান চলাচল

0

TODAYS বাংলা:

প্রায় এক বছর বাদে বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হল দুই দিক দিয়ে যান চলাচল । তবে , ১৫ টনের অধিক ওজনের গাড়ি এবং ৬ চাকার মালবাহী গাড়ি সেতুর ওপর দিয়ে চলার অনুমতি এখনও দেওয়া হয়নি । সেক্ষেত্রে কড়া নজরদারি চালাবে ট্রাফিক বিভাগ । সেতুর দুই প্রান্তে বসবে হাইট বার , থাকবে সিসি ক্যামেরার নজরদারিও ।

এদিন সকালে সেতু দিয়ে যান চলাচলের শুরুর সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা , পিডাব্লুডি এর এনএইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ , মেয়র গৌতম দেব সহ আরও

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *