পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরে উত্তরে প্রবল চাপ পড়তে চলেছে তৃণমূল নেতৃত্বের উপরে
TODAYS বাংলা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরে উত্তরে প্রবল চাপ পড়তে চলেছে তৃণমূল নেতৃত্বের উপরে। গতকালের পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার পরে ঘরে এবং বাইরে প্রবল চাপের মুখে উত্তরবঙ্গের সব জেলার তৃণমূল নেতৃত্ব। কিছুটা ক্ষুদ্ব কর্মী এবং সমর্থকেরাও।অনেক কর্মী জানিয়েছেন সারা দিন কাজকর্ম ফেলে দলের নির্দেশ মনে প্রত্যেক মিটিং মিছিলে দৌড়ান তারা।আর নেতারা পকেট ভরে বড় বড় কথা বলেন।

গতকাল শিলিগুড়ির বেশ কয়েকজন কাউন্সিলারকে তাদের কর্মীদের কাছেই এই কথা শুনতে হয়।অনেকেই বলছেন কি লাভ?এক তৃণমূল সমর্থক জানিয়েছেন গতকালের ঘটনার পরে চায়ের দোকানে,পাড়ায় মুদির দোকানে এবং বাজারে বেশীক্ষন থাকা যাচ্ছে না।সব জায়গাতেই একই কথা।অনেকেই বলছেন এই তো সবে শুরু এর পরে প্রাথমিক এবং অন্যান্য পরিক্ষা পড়ে আছে। শুধুমাত্র তাই নয় কোচবিহারের এক বিশিষ্ট নেতা এবং উত্তরবঙ্গের আরেক নেতার উপরেও নজর রাখছে ইডি।সব মিলিয়ে একদিকে কর্মীদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে এবং অন্যদিকে চাকরির জন্য কে কোথায় কি করে রেখেছেন সেই চাপ মাথা খারাপ করে দিয়েছে উত্তরবঙ্গের সব নেতাদের। উত্তরবঙ্গের বেশ কয়কজন নেতাদের উপরে টাকা নিয়েও চাকরির ব্যাবস্থা করে না দেবার অভিযোগ উঠে আসছে।

আর কিছু হলে রাজ্য নেতৃত্ব যে কোন দায় নেবে না তা সেটা তারা গতকালর সাংবাদিক সন্মেলনেই পরিষ্কার করে দিয়েছে।সবকিছু মিলিয়ে কিছুটা হলেও থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের মধ্যে এটা একেবারেই সত্যি।তাই অনেক নেতাই এই সময়ে নিজেদের গুটিয়ে রাখা উচিত বলে মনে করছেন।