জন্মের পর গাদায় ফেলে গেলো আসল মা, উদ্ধার করলো বাংলাদেশ পুলিশ
বাংলাদেশে, TODAYS বাংলা: শিশু টি গতকাল জন্ম নেওয়ার পর শিশু টি কে ধানের বিচুলি গাদায় রেখে যায়।রাতে পুলিশ জানতে পেরে উদ্ধার করে।
আজকে ৬ (ছয়)জন নি:সন্তান দম্পতি এই শিশু টি কে পাওয়ার জন্য আবেদন করে।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে ৬ জনের ইন্টারভিউ নেয় সহকারী কমিশনার (ভূমি) শার্শা, যশোর।

আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। এবং শিশুটির নামে ১০ শতক জমির দলিল রেজিস্ট্রি করানোর প্রতিশ্রুতি নেওয়া হয়।

আগামীকাল দলিল রেজিস্ট্রি হবে এই মর্মে পরিবারটি মুচলেকা সম্পাদন করেন।
শিশুটিকে অভ্যর্থনা জানাতে বাবা-মার পাশাপাশি দাদা ও নানাও আসেন। তাৎক্ষণিক শিশুটির দাদা তার নাম রাখে আব্দুর রহিম।

বাংলাদেশ থেকে রিপোর্টার
নাসিম আক্তার।