April 20, 2025 | Sunday | 2:21 AM

কর্পরেশনের পরে মহকুমা পরিষদে জয় এসেছে

0

TODAYS বাংলা: কর্পরেশনের পরে মহকুমা পরিষদে জয় এসেছে।তাই এবারে কলকাতা থেকে বার্তা আসল অভিষেক বন্দোপাধ্যায়ের কাছ থেকে।তিনি জানালেন সেমিফাইনাল জীতে ফাইনালে উঠেছি আমরা তাই 2024(ফাইনাল)জীতে দেখাতে হবে। এখন গোটা দলটা এক হয়ে লড়াই করছে,এখন থেকেই শুরু করলে ফাইনালে বিজয়ী হব আমরা।

আর এখন থেকেই লড়াই করতে হবে আমাদের।অভিষেক বন্দোপাধ্যায় এদিন আলাদাভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।অভিষেক বন্দোপাধ্যায় জানান তৃণমূল কংগ্রেস একটা দল হিসাবে লড়াই করে জয়ী হয়েছে,আর সেটা সম্ভব হয়েছে জেলা সভাপতির যোগ্য নেতৃত্বের কারনেই।তাই এই অভিনন্দন প্রাপ্য সবারই।অনেকদিন পর একই সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং শিলিগুড়ি পুরসভা জিতল তৃণমূল কংগ্রেস,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই অভিনন্দন জানিয়েছেন দার্জিলিং জেলা সভাপতিকে।

আজ অভিষেক বন্দোপাধ্যায়ের অভিনন্দন বার্তা উৎসাহ যোগাবে দার্জিলিং জেলা সভাপতিকে।শিলিগুড়ি মহকুমা পরিষদের নটির মধ্যে আটটি সিটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।তাই অভিনন্দনের বার্তা চলে এসেছে কলকাতা থেকে।এদিন জেলা সভাপতি জানান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এবং এই জয় সবার।সবার মিলিত প্রচেষ্টা এই জয় এনে দিয়েছে।আগামীদিনে আমাদের সবাইকে এক হয়ে বিজেপী এবং অন্যান্য দলের বিরুদ্ধে লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শতেই আমরা 2024এ জয়ী হব বলে জানান দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *