April 20, 2025 | Sunday | 1:43 PM

দুই বছর পর রেড রোডে ফিরছে দুর্গা কার্নিভাল

0

TODAYS বাংলা: করোনার জন্য গত দুই বছর ধরে বন্ধ ছিল দুর্গা কার্নিভাল। তবে এই বছর সব কিছু স্বাভাবিক থাকায় রেড রোডে ফিরছে দুর্গা কার্নিভাল। আজ, বিকেল ঠিক চারটের কার্নিভালের সূচনা হবে। কলকাতা পুলিশ তাই মধ্যরাত থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

বন্ধ হয়েছে বেশ কিছু রাস্তা, সেগুলি হল রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড (উত্তরমুখী), কুইন্সওয়ে, এসপ্ল্যানেড র‌্যাম্প, পলাশি গেট রোড ও মেয়ো রোড। এই ৮টি রাস্তার পরিবর্তে বিকল্প পথে যান চলাচল করবে। উত্তরমুখী হসপিটাল রোডের পরিবর্তে এজেসি বোস রোড বা জওহরলাল নেহরু রোড দিয়ে যাওয়া যাবে। খিদিরপুর রোড এড়িয়ে জর্জ গেট হয়ে স্ট্র্যান্ড রোড ধরা যাবে। কুইন্সওয়ের বদলে যাতায়াত করা যাবে ক্যাথিড্রাল রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে। এসপ্ল্যানেড রোড বন্ধ থাকছে। তার পরিবর্তে এজেসি বোস রোড ও হেস্টিংস র‌্যাম্প ব্যবহার করা যাবে। বন্ধ রয়েছে পশ্চিমমুখী মেয়ো রোডও। বদলে জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি রোড দিয়ে সেই সমস্ত গাড়ি চলাচল করতে পারবে। আজ শহরে পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কার্নিভাল শেষ হওয়ার পর ফের আগের মতো সবকিছু স্বাভাবিক হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *