April 20, 2025 | Sunday | 12:13 PM

ফের পুলিশের জালে ৪ মাদক কারবারী

0

TODAYS বাংলা: ফের পুলিশের জালে ৪ মাদক কারবারী। উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার। ফের সক্রিয় মাদক পাচারকারীরা।শিলিগুড়িকে করিডর করে ভিন দেশ বা ভিন রাজ্যে মাদক পাচার এখন পাচারকারীদের নিত্যদিনের কাজ।

তবে মাদক মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।তাদের লাগাতার অভিযানে বর্তমানে পাচারকারীরা কোনঠাশা হলেও বেশ কিছু মাদক চক্র এখনও বেশ সক্রিয়। শুক্রবার এমনই এক মাদকচক্রের ৪ পান্ডাকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর SOG এবং এন জে পি থানা।


মঙ্গলবার রাত্রে তাদের যৌথ অভিযানে এনজেপি থানার অধিনস্থ পোরাঝার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কিলোগ্রাম ব্রাউন সুগার। যার বাজার মুল্য আনুমানিক ২ কোটি ১০ লক্ষ টাকা।

ধৃতদের নাম
আব্দুল রজ্জাক, মুসিদুল মন্ডল, উভয়ই নদীয়া জেলার পলাসীপাড়ার বাসিন্দা। অপরদিকে হাবিবুর শেখ এবং আতিকুল ইসলাম উভয়ই মুশিদাবাদের বাসিন্দা।

পুলিশ সুত্রে জানাগেছে অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সাথে জড়িত এবং একটি সংগঠিত ড্রাগ কারবারি চক্রের সদস্য।ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *