ফের লকডাউন চীনের সাংহাইয়ে
TODAYS বাংলা: আবার সেই পরিচিত চিত্র, চারিদিকে রাস্তা শুনশান লকডাউন চীনের সাংহাইয়ে।

বেশ কিছুদিন ধরে করোনার বাড়বাড়ন্ত আবার বেড়ে গিয়েছে চীনের সাংহাই শহরে। সেই কারণে লকডাউন এর পথে সাংহাই।

করনা সংক্রমণ কে আটকাতে লকডাউন ডাকা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের ঘর বন্দী থাকতে বলা হয়েছে।

গত 24 ঘন্টায় সংক্রমণ 5000 অতিক্রম করেছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে লকডাউন চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
