কৃষি জমিতে, গ্যাসের পাইপ – লাইন বসানো -কে কেন্দ্র করে কৃষক পুলিশ ধুন্দুমার মেখলিগঞ্জে
অপূর্ব বর্মন, কোচবিহার
: গ্যাসের পাইপলাইন বসানো-কে, কেন্দ্র করে, কৃষক পুলিশ ধুন্দুমার ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের 183 শৌলমারি এলাকায় উল্লেখ্য বিহারের বাড়ুনি থেকে আসামের, গুহাটি পর্যন্ত গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ চলছে, কৃষকদের অভিযোগ, সেখানে কৃষকদের জমির ক্ষতিপূরণ না দিয়েই একরকম বলপূর্বক তিনফসলি কৃষি জমি,দখল করে পুলিশের মদতে কাজ করাচ্ছেন গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্তারা এমনকি কোম্পানির কর্তাদের কাছথেকে মোটাঅংকের ঘুষনিয়ে, কৃষকদের কাছ থেকে একরকম জোর করে জমি দখল করে,





কোম্পানির কর্তাদের হাতে তুলে দিচ্ছেন, মেখলিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুন কুমার সামন্ত , এবং মেখলিগঞ্জের SDO রাম কুমার তামাং এমনটাই অভিযোগ আর এই খবর করতে গেলে, উল্টে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয়, প্রশাসনের আধিকারিক – রা, এমনকি সংবাদ মাধ্যমের সাথে আশালীন আঁচরণ পর্যন্ত করা হয়, ক্যামেরা কেরে নেওয়ার চেষ্টা পর্যন্ত করেন মেখলিগঞ্জের BDO, অরুন কুমার সামন্ত, ও SDO রাম কুমার তামাং সাংবাদিক হেনস্থার বিষয়ে প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করেন BDO,