আহিরীটোলা যুবকবৃন্দ এবারের থিম ” আঁচলে আঁধারে “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে আহিরীটোলা যুবকবৃন্দ কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : আহিরীটোলা যুবকবৃন্দ
১) কত বছরের পুজো আপনাদের?
উঃ আমাদের পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করলো..
২) এবারের থিম কি?
উঃ এবারের থিম আঁচলে আঁধারে..

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ বিসর্জনের পর পর থেকেই আস্তে আস্তে শুরু হয় পুজো প্ল্যানিং
৪) থিমের ভাবনার কারণ?
উঃ এবছরের ভাবনা তাঁতিদের ও তাঁতশিল্প নিয়ে, আমরা তাদের তৈরি তাঁত ব্যবহার করে থাকি কিন্তু তাঁরা কি তাদের প্রাপ্য মূল্যে পায়? তাঁদেরকে নিয়েই এবারের মুল ভাবনা আমাদের।

