বায়ুদূষণ কমানোর লক্ষ্যে ১০ নং বোরোর সদস্যদের উদ্যোগে করা হল বৃক্ষরোপণ
পরিবেশের ওপর দিনের পর দিন মানুষের অত্যাচার বেড়েই চলেছে আর সেই অত্যাচারের ফল হিসেবে আমরা পাচ্ছি পরিবেশের থেকে নানান ধরনের রোগের জীবাণু ও অসুস্থতার বাহকদের। সম্প্রতি সারা বিশ্ব করোনার মহামারীর কবলে রয়েছে, আর এখনও পর্যন্ত আমরা এই মহামারী থেকে সুস্থ হয়ে উঠতে পারিনি। তাও মানুষজন পরিবেশের ওপর ক্রমাগত অত্যাচার করেই চলেছে জার ফলে বায়ুদূষণ, জলদুষণ, শব্দদূষণের মাত্রাও বাড়ছে বই কমছে না।

তাই এই বায়ুদূষণ কমানো এবং সবুজ কলকাতা গড়ার লক্ষ্যে ১০ নং বরো- এর সকল মেইনরোড( বঙ্কিম মুখার্জি সরণী, ডিপিএস রোড,এন এস সি বোস রোড, গড়িয়াহাট সাউথ রোড,প্রিন্স আনোয়ার শাহ রোড, রাজা সুবোধ মল্লিক রোড) নতুন এক হাজার গাছ বসানোর কর্মসূচি নেওয়া হয়েছেll
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন -এর পার্ক এবং স্কোয়ার ডিপার্টমেন্ট এবং ১০ নং বরোর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগ প্রত্যেকেরই নেওয়া উচিত আমাদের পরিবেশকে সুস্থ ও সুন্দর করে রাখলে তবেই আমরা রোগমুক্ত জীবন যাপন করতে পারব।