বদলে যাচ্ছে সব ব্যাংকের নিয়ম, জেনে নিন কি কি!
TODAYS বাংলা: আজ থেকে বদলিয়ে যাচ্ছে সব ব্যাঙ্কের নিয়ম।আজ থেকে ব্যাঙ্কের নিয়ম বদলিয়ে সকাল নটায় খুলছে। আর এটা নিয়েই শিলিগুড়ির বিভিন্ন ব্যাঙ্কের কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

তাদের মতে তাদের সাথে কোন আলোচনা না করেই কেন পরিবর্তন করা হল ব্যাঙ্কের সময় সেটাই তারা বুঝতে পারছেন না।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখাতেও শুরু হয়েছে অসন্তোষ।

শিলিগুড়ি বিধান মার্কেটের সেন্ট্রাল ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে তারা শিলিগুড়ির সমস্ত সেন্ট্রাল ব্যাংকের শাখার কর্মচারীদের নিয়ে এই নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন।

কর্মীরা জানিয়েছেন ব্যাঙ্ক পাচটায় বন্ধ হয়ে গেলেও ভিতরের কাজ শেষ করতে করতে রাত নটাও বেড়ে যায় অনেক সময়,তাই তাদের পক্ষে প্রচণ্ড সমস্যা তৈরী হবে।

এদিন ব্যাঙ্কের সময় পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিলিগুড়ি ষ্টেট ব্যাঙ্ক ইউনিয়ন,তারা জানিয়েছেন এইভাবে সময় পরিবর্তন করলে তাদের পক্ষে সম্ভব নয় সকাল নটার সময় ব্যাঙ্কে ঢোকা।

তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবেন।এদিকে ব্যাঙ্কের সময় পরিবর্তন নিয়ে উত্তরবঙ্গের ব্যাঙ্ক ইউনিয়নের কর্মচারীদের সংগঠন জানিয়েছে তারা অনুরোধ করবে যেন এখনই যেন এই সময় পরিবর্তন না করা হয়।