ইষ্টবেঙ্গল clubএর পক্ষ থেকে শিলিগুড়ির সমস্ত মেয়র এবং কাউন্সিলারদের সম্বর্ধনা দেওয়া হল
TODAYS বাংলা: তৃণমূল ক্ষমতায় এসেছে দুমাস হয়ে গেছে ,রবিবার ইষ্টবেঙ্গল clubএর পক্ষ থেকে শিলিগুড়ির সমস্ত মেয়র এবং কাউন্সিলারদের সম্বর্ধনা দেওয়া হল শিলিগুড়ির ইষ্টবেঙ্গল club এর পক্ষ থেকে শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের হলঘরে সম্বর্ধিত হলেন গৌতম দেব,রঞ্জন সরকার সহ অন্যান্য কাউন্সিলারেরা।

এদিন রঞ্জন সরকারকেও সম্বর্ধনা দিলো ইষ্টবেঙ্গল club।এদিন রঞ্জন সরকার জানান আমি ছোটবেলা থেকেই মোহনবাগানের সাপোর্টার,তবুও ইষ্টবেঙ্গল clubএর পক্ষ থেকে এই সন্মান পেয়ে ভালো লাগছে।আমি সারাজীবন মনে রাখবো এই সন্মানকে।

এদিন গৌতম দেবকেও সম্বর্ধনা দিল ইষ্টবেঙ্গল club।মেয়র এদিন জানালেন আমার প্রিয় clubইষ্টবেঙ্গল এবং আমি পুরোপুরি ইষ্টবেঙ্গলের সাপোর্টার তাদের পক্ষ থেকে এই সন্মান পেয়ে প্রচণ্ডভাবে খুশী আমি।

এদিন মেয়র ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলারদের সম্বর্ধনা দিলো ইষ্টবেঙ্গল club।প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রচুর মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
