জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের নির্মাণ কাজে সিন্ডিকেট রাজের অভিযোগ
TODAYS বাংলা: জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের নির্মাণ কাজে সিন্ডিকেট রাজের অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কৃষ্ণ দাস । উত্তেজনার সৃষ্টি হয় এর জেরে এলাকায় । অভিযোগ , দীর্ঘদিন ধরে এই নির্মাণ কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করা থেকে শ্রমিক নিয়োগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বচসা বাধে তৃণমূলে নেতা কৃষ্ণ দাসের অনুগামীদের ।
বুধবার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত , পাতকাটা গ্রাম পঞ্চায়েত এবং বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধানরা এলাকায় গেলে তীব্র উত্তেজনা ছড়ায় । দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় ।

কৃষ্ণ দাস বলেন , ” দলের একাংশের নেতা কর্মীরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন । কাজের বরাত প্রাপ্ত বেসরকারি সংস্থার সঙ্গে আমি কথা বলে সব নির্ধারণ করে দিয়েছি।” স্থানীয় বাসিন্দা বাপী প্রধান বলেন , ” স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যে কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হচ্ছে । কারা কাটমানি খাচ্ছেন কারা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন সেটা দেখা হচ্ছে।