দীর্ঘদিন যাবৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েও মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য পায়েলের
TODAYS বাংলা: ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের গড়ামোড় এলাকার বাসিন্দা শ্যামল চক্রবর্তী তিনি মন্দিরের পুরোহিতের কাজ করেন । বছর ১৬ , পায়েল চক্রবর্তী দীর্ঘদিন থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত । আর সেই রোগের জন্য তাকে প্রতি মাসে একবার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ব্লাড নিতে হয় ।

যার কারনে শারীরিক সমস্যায়ও পড়তে হয় । তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দেয় ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় এলাকার পায়েল চক্রবর্তী এবং মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৫২৮ ।
বছরের বেশিরভাগ সময়ই শরীরে রোগ নিয়ে পড়াশোনা করতে পারে না পায়েল । পায়েলের এই সাফল্যে খুশি পায়েলের বাবা মা থেকে পাড়া প্রতিবেশী সকলেই । পায়েল জানায় তাকে পড়াশোনার জন্য স্কুল থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়। বাবা মা ছাড়াও তার দুই মামা তাকে পড়াশোনার ব্যাপারে অনেক সহযোগিতা করছেন বলে জানায় পায়েল। ভবিষ্যতে পায়েলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন রয়েছে ।