উচ্চাকাঙ্ক্ষী মৌমিতা বিশ্বাস
TODAYS বাংলা; পূর্বা রায়: হাতে কলমে ইঞ্জিনিয়ারিং পড়েও, নিজের মনের এক কোণে লুকিয়ে থাকা ইচ্ছাকে বাস্তব রূপ দিতে অভিনয় জগতে আসা। বাংলা মেগা সিরিয়ালের গেস্ট অ্যাপিয়ারেন্সের পরিচিত মুখ মৌমিতা বিশ্বাস। এমনকি অনেক কাজও করেছেন স্বনামধন্য শিল্পীদের সঙ্গে।



সাড়ে তিন বছরের অভিনয় অভিজ্ঞতাকে সাফল্যের শিখরে পৌছাতে প্রাণপণ চেষ্টায় রয়েছেন তিনি।



তবে বর্তমানে তার সম্পূর্ণ ফোকাস রয়েছে মডেলিং এর উপর। বাড়ির সকলের মন রাখতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেও, নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করার পথে এগিয়ে চললেন তিনি জীবনের নতুন অধ্যায়ের দিকে।


নানা প্রতিকূলতার মধ্য দিয়েও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সংগ্রাম কে TODAYS বাংলার পক্ষ থেকে কুর্নিশ জানাই।

