April 20, 2025 | Sunday | 6:23 PM

আমুল দুধের দাম ছাড়াল মধ্যবিত্তের নাগাল

0

TODAYS বাংলাঃ বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে দিনে দিনে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এবার ফের মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের। সারা দেশে বাড়তে চলেছে আমুল দুধের দাম। প্রতি লিটার দুধে ২ দাম করে দাম বৃদ্ধির কথা ঘোষণা করল বাজারে আমুল দুধ সরবরাহ করা সংস্থা GCMMF (Gujarat Cooperative Milk Marketing Federation Ltd)। জানা গিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ১ মার্চ থেকে আমুল দুধের লিটার প্রতি ২ টাকা ও ৫০০ মিলি-র ক্ষেত্রে ১ টাকা দাম বৃদ্ধি করা হবে। হিসাব বলছে, লিটারে ২ টাকা দাম বৃদ্ধি আসলে MRP-র উপরে ৪ শতাংশ বৃদ্ধি। ফলে এবার থেকে বেশি দামে আমুল দুধ কিনতে হবে গ্রাহকদের। যা গ্রাহকদের পক্ষে চিন্তার কারণ তো বটেই!

Amul-এর তরফে বাজারে ইতিমধ্যেই গোল্ড, তাজা, শক্তি, টি-স্পেশাল-এর মতো একাধিক দুধ নিয়ে আসা হয়েছে। এই সব ধরনের দুধেই বাড়ছে দাম। দাম বৃদ্ধির পরে Amul Gold-এর ৫০০ মিলি-র দাম দাঁড়াচ্ছে ৩০ টাকা, Amul Taza-র ৫০০ মিলি-র দাম দাঁড়াচ্ছে ২৪ টাকা ও Amul Shakti-র ৫০০ মিলি-র দাম হয়েছে ২৭ টাকা।

যদিও এই প্রথম নয়! এর আগে ২০২১ সালের জুলাই মাসেও এই সুষম পানীয়র দাম বেড়েছিল। তখনও লিটার প্রতি ২ টাকা দাম বাড়য়েছিল আমুল। এবার প্রায় ৮ মাস পর ফের নিজেদের দুধের দাম বাড়াল সংস্থাটি। এই মূল্য বৃদ্ধির বিষয়ে GCMMF (Gujarat Cooperative Milk Marketing Federation Ltd) এর তরফে জানানো হয়েছে, দুধ ও দুগ্ধজাত দ্রব্য থেকে আয়ের ১ টাকা পিছু ৮০ পয়সা উত্‍পাদনকারীদের জন্য রাখে আমুল। এই দাম বৃদ্ধির ফলে আসলে দুধের দাম বজায় রাখতে এবং আরও বেশি পরিমাণে দুধ উত্‍পন্ন করতে উত্‍পাদনকারীদের সাহায্য করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *