শিলিগুড়ি মার্চেন্ট আসোসিয়েসনের পক্ষ থেকে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ক্রিকেট টুর্নামেন্টের
TODAYS বাংলা: শিলিগুড়ি মার্চেন্ট আসোসিয়েসনের পক্ষ থেকে আজ সকালে একটি প্রদর্শনী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল আজ শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং clubপ্রাঙ্গনে।

মোট বারোটি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।এই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

তিনি আজকে নিজেই একটি দলের হয়ে ক্রিকেট খেলতে নেমে যান।তিনি আজকে জানান সবার একটা বিশ্রামের দরকার,আর খেলা মানুষকে শান্তি দেয়।তাই আজকে নিজেই নেমে পড়লাম মাঠে।

