দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলেন কলকাতার ১০৯ নং ওয়ার্ডের কাউন্সিলার অনন্যা ব্যানার্জী
TODAYS বাংলা: কলকাতার ১০৯ নং ওয়ার্ডে আজ সকালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলেন কলকাতার ১০৯ নং ওয়ার্ডের কাউন্সিলার অনন্যা ব্যানার্জী।আজ সকালে কলকাতার একশো নয় নং ওয়ার্ডে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।এই উপলক্ষে সারাদিন ধরে উৎসব পালন করবার কথাও জানান অন্যান্যা ব্যানার্জী।তিনি জানান দেশের আজ অন্যতম স্মরনীয় দিন এই উপলক্ষে সারাদিন ধরেই নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমি এই দিনটিতে আমার ওয়ার্ডের মানুষের সাথেই কাটালাম।ছোট ছোট ছেলেমেয়েদের সাথে কিছুটা সময় কাটিয়ে আসলাম। আজকের দিনটি সেইসব স্বাধীনতা সংগ্রামীদের দিন যারা আজকের দিনটিতে দেশের জন্য নিজের প্রান বিসর্জন দিয়েছিলেন। এদিন সন্ধ্যায় একটি বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।