আর হাতে মাত্র দুইদিন,তারপরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট
TODAYS আর হাতে মাত্র দুইদিন,তারপরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট, 26 তারিখ ঠিক হবে কে ক্ষমতায় আসছে শিলিগুড়ি মহকুমা পরিষদের। বামেদের দখলে থাকা শিলিগুড়ি মহকুমা পরিষদ এবার দখল করতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি। শেষ বিধানসভা নির্বাচন হিসেবে দেখতে গেলে বিজেপির পাল্লাটাই ভারী।

কারণ শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার মাটিগাড়া নকশালবাড়িতে রয়েছে বিজেপির বিধায়ক, অপরদিকে ফাঁসিদেওয়াতেও রয়েছে বিজেপির বিধায়ক। হবে মাটির ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। জমজমাট চলছে প্রচার। আজ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। মহকুমা পরিষদের প্রার্থী দীলিপ বাড়ুইয়ের সমর্থনে হেটে প্রচার করেন তিনি।