April 20, 2025 | Sunday | 3:34 AM

আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0

TODAYS বাংলাঃ শুক্রবার হাওড়া আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর তিনটে নাগাদ মুখ্য্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আনিসের পরিবার। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে ছাত্রনেতা আনিস খানকে মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের তরফে অভিযোগ, পুলিশের পোশাকে ওই দিন রাত ১ টা নাগাদ আনিসের আমতার দক্ষিণ খাঁ পাড়ায় চার জন। বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চার জনের বিরুদ্ধে। যদিও আমতা থানার দাবী, এধরনের কোনও টহলদারি থানার তরফে করা হয়নি।

ইতোমধ্যেই দুই দিন পার হয়ে গিয়েছে। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা কাটছে না, সেই সঙ্গে অভিযুক্তরা এখনও ধরা পড়েননি। এই পরিস্থিতিতে যখন উত্তপ্ত, ঠিক তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই তাঁদের নবান্ন-য় ডেকে পাঠালেন মমতা। পরিস্থিতি সামাল দিতে পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী পুলক রায়। সেদিন পুলিসে খবর দিয়েও সাড়া মেলেনি বলে হাহাকার করছেন মৃতের বাবা। সোমবার তাঁর বাড়িতেই গেল পুলিস। পরিবারের লোকেদের বয়ান রেকর্ড করলেন ডিএসপি পদমর্যাদার অফিসার এবং পুলিস কর্মীরা।

ঠিক কীভাবে আনিসকে ঠেলে ফেলা হয় তার পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। তাছাড়া রবিবার রাত থেকেই তাঁর বাড়িতে বসেছে পুলিসি নিরাপত্তা। তবে পরিবারের দাবি, তাঁরা সিবিআই তদন্ত চায়। কারণ পুলিসের উপর আর ভরসা রাখতে পারছেন না। আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক সুকান্ত পালও।

ছাত্রনেতা হত্যার নিরপেক্ষ তদন্তের স্বার্থে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ডিজির নেতৃত্বে সিট (SIT) গঠনের নির্দেশ দেন তিনি। মমতা বলেন, “দোষী হলে আমিও শাস্তি পাব। দোষীদের রেয়াত করা হবে না।” আনিসকে নিজেদের লোক বলেও পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী।

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। আর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, “অনেকে এখন অনেক কথা বলছেন। কিন্তু ওঁরা জানেন না, আনিস আমাদের লোক ছিল। আমার সঙ্গেও যোগাযোগ ছিল। নির্বাচনে আমাদের অনেক সাহায্য করেছিল। দোষীদের উপযুক্ত শাস্তি হবে। কেউ ছাড় পাবেন না।” নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিট গঠনের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, ডিজির পাশাপাশি সিটে থাকবে সিআইডিও এবং ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *