হাওড়ার আনিসের বাড়িতে এবার গেলেন কামদুনি কান্ড থেকে উঠে আসা দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল
হাওড়ার আনিসের বাড়িতে এবার গেলেন কামদুনি কান্ড থেকে উঠে আসা দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। তাঁরা মৃত আনিস খানের পরিবারের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন। মৌসুমী কয়াল জানান, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মানুষ পুলিশের উপর বিশ্বাস করেন। কারন পুলিশ তাঁদের রক্ষা করেন। এখানে দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষক। তাহলে মানুষ কোথায়? আমরা চাই আনিস যাতে ন্যায় বিচার পায়।
আনিসের পরিবার ন্যায় বিচার পায়। তিনি বলেন, কামদুনি কান্ড সিবিআই তদন্ত হয়নি। আমরা চাই এখানে যেন সঠিক তদন্ত হোক। অপরদিকে টুম্পা কয়াল জানান, আইনের রক্ষা কর্তারাই যদি দোষী হয় তাহলে মানুষ কোথায় যাবেন ? আমরা চাই দ্রুত ও সঠিক তদন্ত হোক। এদিকে বুধবার জনমঞ্চ থেকে অভিনেতা রাহুল এদিন ঘটনাস্থলে যান। তিনি বলেন, সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে তাঁরা গর্জে ওঠেন। সে বিদ্বেষ ধর্মীয় হতে পারে কিংবা রাজনৈতিক বিদ্বেষ হতে পারে। এখানের ঘটনাটি একটি বিদ্বেষ। তাই আমরা এসেছি । আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক। আনিসের পরিবার ন্যায় বিচার পাক
। আমরা তাদের পাশে আছি। অপরদিকে এদিন ঘটনাস্থলে যায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠনও। তাঁরাও আনিসের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।