April 19, 2025 | Saturday | 11:17 PM

আনিস হত্যাকারীদের শাস্তি চেয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

0

TODAY’S বাংলা: আনিস হত্যাকারীদের শাস্তি চেয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল।নুর আইন, মালদা: ছাত্রনেতা আনিস খান হত্যায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি এবং হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে আজ হরিশ্চন্দ্রপুরে জাতীয় কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।প্রসঙ্গত, CAA বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ছাত্রনেতা আনিস। শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাকে কয়েকজন তাঁর বাড়িতে যায় পুলিশের ছদ্মবেশে অভিযোগ পরিবারের। এরপর তাঁর বাড়ি ঢুকে চার দুষ্কৃতী ছাদে নিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ পরিবারের। হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে উঠে আসে এলাকারই পুলিশকর্মীদের নাম। তার পরই সরব হয় রাজনৈতিক দলগুলি এবং রাজ্যের ছাত্র-যুব রা।এদিনে কংগ্রেস কর্মীদের এই বিক্ষোভ মিছিল হরিশ্চন্দ্রপুর গোপাল কেদীয় মোড় থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় হয়ে রেল স্টেশন পর্যন্ত যায়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে।

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেতা মুস্তাক আলম, ব্লক প্রেসিডেন্ট বিমানবিহারী বসাক, অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সভান সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ।এদিনের প্রতিবাদ সভা থেকে আনিস হত্যাকাণ্ডের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা মুস্তাক আলম জানান জানান রাজ্যে আইনের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্ধকারের যুগ শুরু হচ্ছে। রাজ্যের এক প্রতিবাদী ছাত্র কে এভাবে অকালে চলে যেতে হল। আমরা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছি।এদিনের মিছিল ঘিরে হরিশ্চন্দ্রপুর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব। অশান্তি এড়াতে হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন রাস্তায় এবং মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *