বগটুই কাণ্ডের পর এবার বোমা বিস্ফোরণ বাসন্তীতে, এনআইএ তদন্ত চাইছেন শুভেন্দু
TODAYS বাংলা: মাত্র কিছুদিন হয়েছে বগটুই কাণ্ডের।
এর মধ্যেই মঙ্গলবার সকালে আচমকাই বোমা বিস্ফোরণ হয় বাসন্তীতে।
বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্ধার করা হয় একজনকে।

শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে তার। জ্বলন্ত বাড়ি থেকে পালিয়ে কোন রকমের বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তিনি এবং ধান ক্ষেতের মধ্যে প্রায় ৬ ঘণ্টা পড়েছিলেন।

এই বিস্ফোরণটি হয় মঙ্গলবার বাসন্তী থানার অন্তর্গত ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নং সরদারপাড়ার একটি বাড়িতে।

এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দ্র অধিকারী, তিনি বিষয়টি নিয়ে বেশ কয়েকটি টুইট করেন।

তিনি বলেন “পশ্চিমবঙ্গ রাজ্য পদার্থ বোমা গোলাবারুদ মজুদ করা হচ্ছে। নিয়মিত বোম ফাটছে রাজ্যের বিভিন্ন জায়গায়”।