২ বছরে সাফল্যের চুঁড়ায় অনুস্কা!
প্রীতি পাত্র: একাদশ শ্রেণীর ছাত্রী অনুস্কা ধর। বয়সটা অনেক কম হলেও ইচ্ছাশক্তি তার আকাশ ছোঁয়া। আর তার সাথে সাফল্যের মুকুট তো সঙ্গে আছেই। ২ বছর হল মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন অনুস্কা। ২ বছরেই মিলেছে একাধিক সাফল্য। বিভিন্ন ধরনের ফটোশ্যুট, ফ্যাশান শো – তে কাজ করেছেন আর তার সাথে সাফল্যও নিয়ে এসেছেন।


কিন্তু TODAYS বাংলা -এর হাত ধরেই তার প্রথম ম্যাগাজিনে কাজ শুরু। তিনি বলেন, ” অনেক কাজ করেছি আমি এর আগে কিন্তু কাজ প্রথম TODAYS বাংলা – এর সাথেই করেছি। সত্যিই খুব ভালো লেগেছে এনাদের সাথে কাজ করে। এমন একটা সুযোগ দেওয়ার জন্য TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ জানাই। “


সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও কাজ করতে চলেছেন অনুস্কা ধর। তিনি বলেন, ” দুর্গা পুজোর ব্যানারে এটা আমার প্রথম কাজ। আর দুর্গা পুজো তো বাঙালির আবেগ। সেই আবেগের অংশ হতে পেরে সত্যিই খুব গর্বিত আমি। খুব আগ্ৰহী কাজটা করার জন্য। “


আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।


আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।