কোচবিহারে কোনো দোকানের সামনে মদের বোতল পড়ে থাকতে দেখলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে
TODAYS বাংলা: উত্তরবঙ্গের অন্যতম শহরের মধ্যে কুচবিহার রয়েছে। তবে কোচবিহার শহরের একটি সমস্যা আছে , অল্প বৃষ্টিতে জল জমে যায়। সামনে রয়েছে ভরা বর্ষা, সেই কারণে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ভট্টাচার্য কুচবিহারের নিকাশি নালার গুলি পরিষ্কার করার পদক্ষেপ নিয়েছেন। যাতে জল সঠিক ভাবে আসে করতে পারে, অল্প বৃষ্টিতেই জল না জমে ।


তবে কুচবিহারের ভবানীগঞ্জ এলাকায় নিকাশি নালার পরিষ্কারের কাজ তদারকি করার সময় তার চক্ষুচড়কগাছ হয়ে ওঠে। নালা গুলির মধ্যে থেকে একের পর এক মদের বোতল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হতবাক হয়ে পড়েন তিনি।

এরপর তিনি হুশিয়ারি দেন কোনভাবেই নালার মধ্যে মদের বোতল ফেলা যাবে না। যদি কোন দোকানের সামনে মদের বোতল দেখা যায় তাহলে সেই দোকানদারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এই প্রসঙ্গে আগেভাগেই দোকান তাদেরকে হুঁশিয়ারি করে দেওয়া হবে, যাতে দোকানের সামনে কোনভাবেই মদের বোতল পড়ে না থাকে।

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য এ প্রসঙ্গে জানিয়েছেন মদ খেতে হলে বাড়িতে বসে খাওয়া যেতে পারে। এইভাবে বাইরে মদ খেয়ে সেই মদের বোতল নালায় ফেলে নিকাশি নালা বন্ধ করে দেওয়া কোনোভাবেই উচিত না।