নেতাজির ট্যাবলো বাদ, মামলা হাইকোর্টে
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন ধরেই ট্যাবলো নিয়ে চলছে বেশ বিতর্ক, প্রজাতন্ত্র দিবসে কেন নেতাজিকে নিয়ে তৈরী করা বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে তা নিয়ে কলকাতা_হাইকোর্টে মামলা। বৃহস্পতিবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
তাঁর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে কেন বাদ রাখা হল রাজ্যের নেতাজির ট্যাবলো? রাজ্যের তৈরি ট্যাবলো কোন যুক্তিতে বাদ দিল কেন্দ্র? রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো অনুষ্ঠানের আগেই অন্তর্ভুক্তির দাবি তুলেছেন মামলাকারী। আগামী সপ্তাহে ট্যাবলো শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে।