সমাজসেবায় শিক্ষক অরিজিৎ দাশগুপ্ত
TODAYS বাংলা: অরিজিৎ দাশগুপ্ত।পেশায় শিক্ষক।কাজ সারাদিন মানুষের সেবা করা।দিনে যতটুকু সময় পান মানুষের পাশে থাকতে চেষ্টা করেন। অবিবাহিত অরিজিৎবাবু জানান আমি সবার জন্য ভাবতে ভালোবাসী। মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। তবে রাজনৈতিক ভাবে না।আমি সারাটা বছর চেষ্টা করি দুস্থদের পাশে দাড়াতে। হাকিমপাড়াতে বাড়ি অরিজিৎবাবুর।সারা বছর খুজে বেড়ান কার বই নেই,খাতা নেই কে খেতে পারছে না।আমার চেষ্টা থাকে একটু একটু হলেও সবাইকে সাহায্য করা।

একটু একটু করে সবাইকে কিছু করে দিতে চাই আমি।অরিজিৎবাবু নিজে জানালেন আমার কাজ মানুষের পাশে দাড়ানো এবং আমি সেটা করেই যাব। যতদিন শরীর আমাকে সাহায্য করবে আমি মানুষের জন্য করে যাব। জানালেন এক অসাধারন মানুষ অরিজিৎ দাশগুপ্ত।