এর হাত ধরেই স্বপ্নপূরণের পথে অর্পনা
TODAYS বাংলা:
প্রীতি পাত্র: মডেলিং টা প্রফেশনাল হিসেবে নয় ভালোবাসা থেকেই করেন অর্পনা মল্লিক। মডেল হিসেবে প্রায় ৬-৭ বছরের সফর। কিন্তু কখনই এটাকে প্রফেশনাল দিক থেকে দেখেননি। তাই হয়তো কোনো বাধা বিপত্তি ছাড়াই নিজেকে একজন মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি। মডেলিং সবসময় ভালোলাগার জায়গায় রেখেছে এবং প্রফেশান হিসেবে অন্য কিছু বেছে নিয়েছেন অর্পনা। অর্পনা বলেন, “ছোটো থেকেই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে খুব ভালোবাসি। আর একজন মডেল মানেই নিজেকে সবসময় সুন্দর করে সাজিয়ে তোলা।

আর তার জন্যই একপ্রকার ভালোলাগা থেকেই আমার মডেল হিসেবে কাজ শুরু। এটাকে আমি কখনও প্রফেশনাল দিক থেকে দেখেনি আর ভবিষ্যতেও দেখবেনা।

সবসময় মডেলিং আমার ভালোলাগার তালিকায় ছিল আর থাকব। আর ভবিষ্যতেও আমি মডেল হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাবো। কখন এটা থেকে পালিয়ে যাবো না। মডেলিং ছাড়া নিজেকে ভাবাটা আমার পক্ষে সম্ভব নয়। “

৬-৭ বছরে অনেক ফটোশুটে কাজ করেছেন অর্পনা। বিভিন্ন ধরনের প্রোটফোলিও ফটোশুটেও কাজ করেছেন অর্পনা। কিন্তু কখনো ব্যানার বা ম্যাগাজিনের হয়ে কাজ করেননি তিনি। TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষের ” ব্যানার শ্যুটে প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। এই নিয়ে তার কাছে জানতে চাইলে অর্পনা বলেন, ” অনেক ফটোশুটে কাজ করেছি আমি এতদিন।

কিন্তু এর আগে কোনো ব্যানার বা ম্যাগাজিনের হয়ে কাজ করেনি, TODAYS বাংলা -এর হাত ধরে এটা আমার প্রথম বারের অভিজ্ঞতা। অনেকটাই খুশি আমি বিষয়টা নিয়ে। আর TODAYS বাংলা কেও অনেক ধন্যবাদ এই সুযোগের। এবার কাজটা করি তার পর দেখা যাক কী হয়। অপেক্ষায় আছি কাজটার জন্য। ” TODAYS বাংলা – এর হাত ধরে তার এই প্রথম অভিজ্ঞতা যেন অনেক সুন্দর হয়ে ওঠে এটাই কামনা আমাদের।

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।


