উত্তর বঙ্গ আঞ্চলিক যুব প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে শোভাযাত্রার আয়োজন
TODAYS বাংলা, জলপাইগুড়ি : অখিল ভারত যুব মহা মন্ডলের ৩৮তম উত্তর বঙ্গ আঞ্চলিক যুব প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে শোভাযাত্রার আয়োজন করা হয় জলপাইগুড়িতে।

অখিল ভারত বিবেকানন্দ যুব মহা মন্ডলের উদ্যোগে আয়োজিত এই শিবির গত ৩রা জুন শুরু হয়ে ছিল। শহরের সুনীতি বালা বালিকা বিদ্যালয়ে চলা এই শিবিরের সমাপ্তি উপলক্ষে শনিবার এক বর্ণাড্ড শোভাযাত্রা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । দুদিন ধরে চলা শিবিরে অংশ গ্রহনকারীরা বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আদর্শ সম্পর্কিত জ্ঞান প্রাপ্ত করে তা সমগ্র দেশের যুব সমাজের কাছে পৌঁছে দেবে, এমনটাই জানালেন, সংগঠনের উত্তর বঙ্গ পরিচালন কমিটির সহ সম্পাদক অরিন্দম বসু।