‘মিরিক পুরসভায় ৯টি আসনই পাবো ‘: অরূপ বিশ্বাস
TODAYS বাংলা: মিরিক পুরসভায় আমরা ন’য়ে নয়টি আসনই পাব । মিরিকে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা হিল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।

মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড় সফরে গিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । বুধবার দার্জিলিং থেকে মিরিক পরিদর্শনে যান ওই মন্ত্রী ।

মিরিকে গিয়ে সুমেন্দু লেক পরিদর্শন করেন তারা। তারপর ওই দুই মন্ত্রীকে নিয়ে মিরিকে বিশাল মিছিল করে হিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এদিন সব রাজনৈতিক দলকে নিয়ে পাহাড়ে উন্নয়নের বার্তা দেন দুই মন্ত্রী ।এদিন মিছিলে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূলের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র এবং তৃণমূল কংগ্রেসের মিরিকের সদস্যরা।এদিন তৃণমূলের মিছিলে যোগ দেন মিরিকে আসা তৃণমূল কংগ্রেসের পর্যটকেরা।

এদিন অরুপ বিশ্বাস জানান মিরিকে তৃণমূল আগামীতে ক্ষমতায় আসছে।মিরিকের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পগুলির সূযোগ সুবিধা পাবেন।