যেমন মা হিসেবে সফল তেমন মডেল হিসেবেও সফল মৌমিতা
TODAYS বাংলা, প্রীতি পাত্র: অনেকেই আছে যারা সংসারের চাপে নিজের ভালোলাগা স্বপ্নগুলো পূরন করতে পারেনা। কিন্তু মনে ইচ্ছে থাকলে সব হয়। স্বপ্নপূরণ করার কোনো বয়স হয়না এমন কথা সবার মুখে শোনা যায়। আর সেই রকমই একজনের কথা বলবো আজ। নাম মৌমিতা কর্মকার। বরাবরই মনে ইচ্ছে ছিল মডেল হিসেবে কাজ করার। কিন্তু একজন গৃহবধূ হওয়ার কারনে সংসার ছেলে মেয়ে সামলাতে সামলাতে নিজের জন্য আর সময় হয়ে ওঠেনি মৌমিতার।

কিন্তু হার মেনে নেয়নি মৌমাতি। যেমন গৃহিণী ও মায়ের ভূমিকা পালন করতে সফল হয়েছেন তেমনই এবার নিজের স্বপ্নকে সফলতা দিতেও লড়াই করে চলেছেন। মৌমিতা বলেন, ” প্রথম থেকেই মডেলিং – এর প্রতি একটা ভালোবাসা রয়েছে। কাজের অনেক অফারও পেয়েছি।

কিন্তু গৃহবধূ হওয়ার কারনে সংসারে চাপ সামলে সম্ভব হয়নি। আর আমার ছেলে মেয়েও তখন ছোটো ছিল। এখন একটু বড়ো হয়েছে তাই সময় বের করে কাজ করছি। খুব বেশি কিছু আশা করিনা। কিন্তু যতদিন পারবো কাজটা করে যাবে। “

বেশি না ৩-৪ মাস হল মডেল হিসেবে কাজ করছেন মৌমিতা। কিছু ব্র্যান্ডের সাথেও ফটোশ্যুট কাজ করেছেন তিনি। খুব শ্রীঘ্রই TODAYS বাংলা – এর ম্যাগাজিন এবং শ্রেষ্ঠ শারদ বাংলার ব্যানার শ্যুটে কাজ করতে চলেছেন।

এই নিয়ে মৌমিতা বলেন, ” একটা কাজে গিয়েই TODAYS বাংলা -এর সাথে আমার দেখা হয়। বরাবরই ওনাদের কাজ গুলো ফলো করতাম। আর সেখান থেকেই ইচ্ছে ছিল কাজ করার আর তার পরেই কথা বললাম।

আর সুযোগও পেলাম। এবার কাজ করে দেখি কী হয়। ” মৌমিতা যেমন একাধারে মায়ের ভূমিকা পালন করতে সফল হয়েছে তেমনই মডেল হিসেবেও যেন সফল হয় এই কামনা রইল।
