কেন্দ্র সরকারের উদ্যোগে সেবক থেকে সিকিম পর্যন্ত তৈরি হচ্ছে রেল চলাচলের টানেল
TODAYS বাংলা:
কেন্দ্র সরকারের উদ্যোগে সেবক থেকে সিকিম পর্যন্ত তৈরি হচ্ছে রেল চলাচলের টানেল । এর আগেও এই টানেল নির্মাণ করতে গিয়ে ধ্বস পড়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের ।

সোমবার গভীর রাতে আবারও দুর্ঘটনা ঘটে টানেলে । রাত একটা নাগাদ টানেলের ভিতর গার্ডার নির্মাণের কাজ করছিলেন ৫ জন শ্রমিক ।

সেই সময় ধ্বস পড়ে গুরুতর আহত হন ৫ জন শ্রমিক । ৫ শ্রমিককে উদ্ধার করে দ্রুত রম্ভি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ইমরান (৪৮), উত্তর দিনাজপুরের বাসিন্দা । বাকি আহত ৪ শ্রমিক বর্তমানে রম্ভি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।কিভাবে শ্রমিকদের সাথে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ প্রশাসন।
