চেষ্টা থাকলে সব হয় তা বুঝিয়ে দিলেন আত্রেয়ী
TODAYS বাংলা,প্রীতি পাত্র: আমার মতে আপনি যাই কাজ করুন না কেন আপনার সাথে পরিবারের সহমত হওয়াটা দরকার। পরিবারের মানুষজন আপনার সঙ্গ না দিলে কোথাও যেন কাজটা অসম্পূর্ণ হয়ে থাকে। ছোটো থেকেই আত্রেয়ী দত্ত -এর গ্ল্যামার জগৎটা খুবই ভালো লাগে । ছোটো থেকে নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনে আনতে খুব ভালোবাসে, কিন্তু পরিবারের অসম্মতির কারণে তা সম্ভব হয়নি।

কিন্তু তবুও হাল ছেড়ে দেয়নি আত্রেয়ী। নিজের দক্ষতা দেখিয়ে অবশেষে পরিবারের সবাইকে রাজি করিয়েছেন আত্রেয়ী। সবার আর্শীবাদ নিয়েই মাত্র ১ বছর হল ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে পা রেখেছেন তিনি। ১ বছরের মধ্যেই ফ্যাশন শো, ফটোশ্যুট প্রায় সবধরনের কাজ করেছেন তিনি।

আত্রেয়ী বলেন, ” ছোটো থেকেই ইচ্ছে ছিল মডেল হওয়ার। কিন্তু বাবা মায়ের অনিচ্ছার কারনে তা হতে পারেনি। আমার মতে সব জায়গায় খারাপ কিছু আছে কিন্তু নিজে ঠিক থাকলে সব ঠিক থাকবে। আর সেটা আমি আমার পরিবারের লোককে বুঝিয়ে উঠতে পেরেছি এটাই আমার প্রাপ্য। “

খুব শ্রীঘ্রই TODAYS বাংলা -এর ম্যাগাজিনের ফ্যাশন পেজে কাজ করতে চলেছেন তিনি। এই নিয়ে তিনি বলেন, ” ম্যাগাজিন কাজ করতে পারবো এটা ভেবেই তো ভালো লাগছে।

TODAYS বাংলা সম্পর্কে অনেকদিন ধরে শুনেছি, আর আজ তাদের সাথে কাজ করার সুযোগ পাবো এর থেকে বড়ো পাওনা আর কী হতে পারে। “