April 20, 2025 | Sunday | 2:23 AM

আবারো অটো চালকের সততার নজির, নগদ দুই লক্ষ টাকাসহ ল্যাপটপ ফিরিয়ে দিল থানায়

0

TODAYS বাংলা: গতকাল আনুমানিক রাত ৮:৩০ নাগাদ বজবজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে সস্ত্রীক অটোতে করে বাড়ি ফিরছিলেন নুঙ্গি পাড় বাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। সেই সময় তাঁর সঙ্গে তার অফিসের ব্যাগটিও ছিল।

সুরজিৎ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। যেই ব্যাগের মধ্যে নগদ দুই লক্ষ টাকা, ল্যাপটপ এবং দরকারি কাগজপত্র ছিল। কোন কারণবশত অটো থেকে নামার সময় সেই ব্যাক্তি অটো থেকে ব্যাগটি নামাতে ভুলে যান।

সঙ্গে সঙ্গেই বাড়িতে পরিবারকে রেখে বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানায়। দুই থানার পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে কোনভাবেই অটো টি কে চিহ্নিত করতে না পারলেও আজ সকালে অটো ড্রাইভার বিবেকের তাড়নায় মহেশতলা থানায় ব্যাগটি ফেরত দেয়।

ফেরত দেওয়ার কারণ স্বরূপ তিনি জানান “যা জিনিস তার নয় তা তিনি কেন নেবেন”। স্বাভাবিকভাবেই অটোচালকের এই সততার কারণে মহেশতলা থানার পুলিশ তাকে ফুলের বুকে দিয়ে সংবর্ধনার পাশাপাশি, সুরজিৎ বাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ ৫০০০/- টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেছেন।

সামান্য অটোচালকের এহেন কর্মকান্ডে আপামর জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। অটোচালক শেখ রবিআলও নগদ পাঁচ হাজার টাকায় পুরস্কৃত হওয়ায় যথেষ্ট আপ্লুত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *