April 20, 2025 | Sunday | 2:08 PM

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নতুন আর্কষন আয়ূস গুপ্তার

0

TODAYS বাংলা: ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সবজায়গায় এইদিন অনেক জাঁকজমকের সহিত পালন করা হয় আন্তর্জাতিক নৃত্য দিবস। আন্তর্জাতিক নৃত্য দিবস উৎযাপনে শহর তিলোত্তমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলছেন স্পন্দিতা প্রোডাকশন, যার কর্ণধার হলেন, আয়ূস গুপ্তা।

যারা নৃত্য করে তাদের কাছে এইদিন টা খুবই গুরুত্বপূর্ণ। আর নৃত্য শিল্পীদের জন্য এই দিনটি আর গুরুত্বপূর্ণ করে তুলতে মোহিত মৈত্র মঞ্চে আয়ূস গুপ্তা আন্তর্জাতিক নৃত্য দিবস উৎযাপনের ব্যাবস্থা করেছেন।

এইদিন স্পেশাল অথিতি হিসেবে উপস্থিত থাকছেন নামকরা কথ্যক শিল্পী অনুরেখা ঘোষ। এইদিনের পুরো অনুষ্ঠানে পরিচালকের ভুমিকা পালন করবেন শ্রীমান ঝতুযা প্রামাণিক। শুধু যে নাচ গান থাকছে তা নয়। থাকছে বিশেষ আর্কষন।

এই দিনের সব থেকে বড়ো আর্কষন হল স্পন্দিতা প্রোডাকশনের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাত ৪০ জন নৃত্য শিল্পী। তার সাথে থাকছে নতুনেরাও। এককথায় পুরোনো নতুনের ভিড়ে মেতে উঠবে এই অনুষ্ঠান। কলকাতার কোনো এক কোণে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মেতে উঠবে নৃত্য শিল্পীরা। খুঁজে পাওয়া যাবে আন্তর্জাতিক নৃত্য দিবসের আসল অনুশীলন।

এই দিনের অনুষ্ঠানকে অঙ্গীকার করে আয়ূস গুপ্তা বলেন, ” ২৯ এপ্রিল সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হবে। আর তার জন্যই আমার এই ছোটো উদ্দীপনা। শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্য শিল্পীদের আমি আমন্ত্রন জানাচ্ছি। সবাই মিলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল করুন। “

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *